ঢাকা, শুক্রবার   ২৫ জুলাই ২০২৫

আজ কলকাতায় আসছে করোনা ভ্যাকসিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৭, ৮ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

কলকাতায় করোনা ভাইরাসের (কোভিড-১৯) ভ্যাকসিন এসে পৌঁছাচ্ছে আজ শুক্রবার। রাজ্যের স্বাস্থ্যসচিব অজয় চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

তিনি জানান, কোভিশিল্ড না কোভ্যাক্সিন কলকাতায় আসছে তা কেন্দ্র জানায়নি। তবে তারা অনুমান করছেন, সাড়ে পাঁচ লক্ষ ভ্যাকসিন প্রথম দফায় পাবে কলকাতা। এই ভ্যাকসিন বাগবাজারের মেডিক্যাল স্টোরসেও রাখা হতে পারে, আবার দমদম বিমানবন্দরেই বিশেষ ব্যবস্থায় রাখা হতে পারে। যেখানেই রাখা হোক সেখান থেকে যাবে জেলায় জেলায়। সাড়ে পাঁচ লক্ষ স্বেচ্ছাসেবকও তৈরি টিকাকরণের জন্য। শুক্রবারই রাজ্যজুড়ে ড্রাই রান হবে করোনা ভ্যাকসিনের।

রাজ্যের প্রতিটি মেডিক্যাল কলেজে এই ড্রাই রান হবে বলে জানান স্বাস্থ্য সচিব। 

স্বাস্থ্যসচিব জানান, আগামী সপ্তাহে তাদের পরিকল্পনা আছে ভ্যাক্সিনেশন শুরু করার।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি